বোরহানউদ্দিন প্রতিনিধি এম জামাল
ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ১০ দলীয় জোটের শরিক দল এলডিপির প্রার্থী মনোনয়নকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, জোটের সিদ্ধান্তে মনোনীত এলডিপি প্রার্থী ভোলা-২ আসনের জনগণের কাছে প্রায় অপরিচিত, যা আসন্ন নির্বাচনে জোটের সম্ভাব্য বিজয়কে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভোলা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তিনি সাধারণ মানুষের কাছে একজন পরিচিত, গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ভোলা-২ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। কিন্তু জোটগত সিদ্ধান্তে এলডিপির একজন অচেনা প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে হতাশা, বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় গণতান্ত্রিক আন্দোলনের সমর্থক বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলাম। হঠাৎ করে এমন একজন প্রার্থীকে সামনে আনা হয়েছে, যার সঙ্গে এলাকার মানুষের কোনো কার্যকর যোগাযোগ নেই। এতে জোটের জন্যই ক্ষতির আশঙ্কা রয়েছে।”
এ প্রেক্ষাপটে ভোলা-২ আসনের একজন সাধারণ ভোটার ও গণতান্ত্রিক আন্দোলনের সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি ভোলা-২ আসনের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি ও মাঠপর্যায়ের জনমত বিবেচনায় নিয়ে এলডিপির প্রার্থী পরিবর্তন করে জামায়াতে ইসলামীকে উক্ত আসন ছেড়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।
আবেদনকারী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, এতে করে ১০ দলীয় জোটের ঐক্য আরও সুদৃঢ় হবে, নির্বাচনে নিশ্চিত বিজয়ের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে এবং স্থানীয় নেতাকর্মীদের মনোবলও চাঙা হবে।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, মাঠপর্যায়ের জনমত ও সাংগঠনিক শক্তি উপেক্ষা করে প্রার্থী নির্ধারণ করা হলে তা জোটের জন্য আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারে। তাদের মতে, ভোলা-২ আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রার্থী মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করা সময়োপযোগী ও কৌশলগতভাবে জরুরি।
আরো পড়ুন
’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।