বাংলাদেশ বাণী ডেক্স
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, বরিশাল অঞ্চলের ১১তম আঞ্চলিক পরিষদ অধিবেশন বরিশাল আঞ্চলিক কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল আলম সুমন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল; জনাব মাহবুবা হোসেন, প্রধান শিক্ষক, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; জনাব আঃ জব্বার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), বরিশাল;
এবং প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম)।
এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাহান আরা বেগম, আঞ্চলিক কমিশনার (চলতি দায়িত্ব), বরিশাল অঞ্চল, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন। স্বাগত বক্তব্য রাখেন জনাব হাসিন আরা বেগম, আঞ্চলিক সচিব, বরিশাল অঞ্চল।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব দিপালী বাইন, আঞ্চলিক ট্রেজারার এবং জনাব কাজী সেলিনা, সদস্য, বরিশাল জেলা এসোসিয়েশন।
অধিবেশনে গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণ, ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্ব বিকাশ ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বরিশাল অঞ্চলের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের বাৎসরিক বাজেট ও কর্মসূচি উপস্থাপন এবং সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এ অধিবেশনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যালয়, বরিশাল অঞ্চল এবং বরিশাল অঞ্চলের আওতাধীন সকল জেলা ও উপজেলা থেকে গাইড কমিশনার, সচিব ও কোষাধ্যক্ষগণসহ বিপুল সংখ্যক গাইড সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অধিবেশনে বক্তারা বলেন, গার্ল গাইডস্ আন্দোলন নারী নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।