বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন, গৌরনদী //

‎বরিশালের গৌরনদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন।

‎‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

‎‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার। তিনি যুব সমাজকে আইন মেনে চলা, মাদক ও অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

‎‎মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎‎সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা উন্নয়নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

‎‎সভা শেষে ভবিষ্যতে যুব সমাজকে সম্পৃক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *