সোলায়মান তুহিন, গৌরনদী //
বরিশালের গৌরনদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার। তিনি যুব সমাজকে আইন মেনে চলা, মাদক ও অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা উন্নয়নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভা শেষে ভবিষ্যতে যুব সমাজকে সম্পৃক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।