নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে ৪ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোটসহ এক যুবককে আটক করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা শাখার এসআই মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এয়ারপোর্ট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের শের-ই বাংলা সড়কের হরিপাশা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ হৃদয় হাওলাদার (১৮) নামে এক যুবককে আটক করা হয়।
আটক হৃদয় হাওলাদারের পিতা মোঃ সফিক হাওলাদার ও মাতা মোসাঃ হেনা বেগম। তার বাড়ি লোহার পোল, জিয়া সড়ক এলাকার ২২ নম্বর ওয়ার্ডে, কোতয়ালী মডেল থানা, বরিশাল। এ সময় তার হেফাজত থেকে ৪ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অপর দুই অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ রানা ওরফে স্বাধীন (১৮) এবং মোঃ জিছান হাওলাদার (১৮) বর্তমানে পলাতক রয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহ রানা বরিশালের কোতয়ালী মডেল থানাধীন ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অপর অভিযুক্ত জিছান হাওলাদারের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায় হলেও বর্তমানে তিনি বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এ ঘটনায় ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।