বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

বরিশালে শীতেই বাড়ছে ডায়রিয়া, আক্রান্তের অর্ধেক শিশু

ফাহিম ফিরোজ ॥ বরিশালে শীতকালীন রোগের তালিকায় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডায়রিয়া। চলতি শীত মৌসুমে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে বয়স্কদের পাশাপাশি সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, যার প্রায় অর্ধেকই শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন, রোটা ভাইরাসের সংক্রমণের কারণেই বছরের শুরুতেই ডায়রিয়ার রোগী বেড়েছে। জানুয়ারি মাসে সাধারণত ডায়রিয়ার রোগী কম থাকার কথা থাকলেও এ বছর পরিস্থিতি ভিন্ন।

বরিশাল জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে সরকারি বরাদ্দকৃত বেডের সংখ্যা মাত্র ৪টি। তবে রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত ৮টি বেড যুক্ত করে মোট ১২টি বেডে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এরপরও অনেক সময় বেড সংকটে রোগীদের নিচে ফ্লোরিং করে চিকিৎসা দিতে হচ্ছে। ওয়ার্ডের পাশাপাশি বহিঃবিভাগেও ডায়রিয়ার রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানান, শীতের মধ্যে শিশুদের ঠান্ডাজনিত সমস্যা থেকে বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিয়েছে। অনেক শিশু ৭–৮ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত নার্সরা জানান, জানুয়ারি মাসে সাধারণত রোগীর চাপ কম থাকে, কিন্তু এবার প্রতিদিন গড়ে ১৫ জনের বেশি রোগী ভর্তি হচ্ছেন। বেডের তুলনায় রোগী বেশি হলে ফ্লোরিং করতে হলেও রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে বলে তারা জানান।

ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ টুম্পা রিনী বলেন, “রোগীর সংখ্যা কিছুটা বেশি হলেও চিকিৎসা ও ওষুধের কোনো সংকট নেই। সবাইকে প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছর বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে মোট ৬ হাজার ২৭৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া শিশু বহিঃবিভাগে গত এক বছরে বিভিন্ন রোগে চিকিৎসা নিয়েছে ২৩ হাজার ১০০ জন শিশু।

বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, “রোটা ভাইরাসের সংক্রমণের কারণেই বর্তমানে ডায়রিয়ার রোগী বাড়ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রয়েছে।” তিনি রোগীদের বিশুদ্ধ পানি পান করা, খাবার ঢেকে রাখা এবং শিশুদের গরম কাপড় পরানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বরিশাল জেনারেল হাসপাতালে মোট ২৭০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *