মেসকাত আহাম্মেদ :ভোলা সরকারি কলেজে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১০ টায় কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন ।
সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. হাবিবুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাহবুব আলম। এছাড়াও বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. শাহাব উদ্দিন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক নাজিমুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি গণআন্দোলনই নয়, বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। ২৪ এর গণআন্দোলনে সকলের অংশ গ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আমরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ভোলার ছেলে শহীদ নাঈমসহ সকল শহিদদের শ্রদ্ধার সাথে স্বরণ করি এবং আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ঊর্মিলা খালেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিধান কৃষ্ণ দাস, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবিএম মজিবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রোকোনুজ্জাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদ, শরীরচর্চা শিক্ষক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আব্দুল্লাহ মামুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।