শহীদ জিয়া স্মৃতি সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন। গতকাল (৩ ডিসেম্বর) তাকে এই সম্মাননা প্রদান করেন শহীদ জিয়া স্মৃতি সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেন বিশিষ্ট সমাজসেবক বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য, বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বাজুস বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।
তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানসহ অতিথিবৃন্দ।