মাইদুল ইসলাম শফিক।।
বরিশালে বানারীপাড়া উপজেলার সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনিস্টটিউশন পাইলটের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আঃ মন্নান স্যারের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
২১ জানুয়ারি বিকাল ৫টায় মরহুমের জানাজা নামাজ ওই স্কুল মাঠেই অনুষ্ঠিত হয়েছে। তিনি হিসাব বিজ্ঞানের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। জানাজা নামাজে উপস্থিত তার প্রাক্তন ছাত্ররা স্যারের শিক্ষকতার স্মৃতিচারণ করতে গিয়ে জানান যে তিনি ছিলেন একজন সদালাপী, সৎ ও বিনয়ী স্বভাবের মানুষ।
তারা আরো বলেন যে তিনি প্রকৃত পক্ষে একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। বড় ছেলে বানারীপাড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল বলেন যে তার বাবা আঃ মন্নান স্যার একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি আরো জানান তার বাবা কুরআন পাঠ করাসহ আল্লাহর বিভিন্ন হুকুম আহকাম মেনে চলতেন।
এছাড়াও তিনি সরকারি বানারীপাড়া মডেল ইনিস্টটিউশন থেকে অবসর নেয়ার পরে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েও কয়েকবছর শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা নামাজ শেষে পৌরসভার ৪নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। তার জানাজা নামাযে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনজুর খান, সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আঃ সবুর খান,বশির উদ্দিন কাজী, সাংগাঠনিক সম্পাদক রুহুল আমীন মল্লিক, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান,পৌর বিএনপির সভাপতি মোঃ ইমরান হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন,ফারুক হোসেন মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ ফকির, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার, সদস্য সচিব সোহাগ।
এছাড়াও তার প্রাক্তন ছাত্র,সহকর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।