এনামুল হক সিকদার, নলছিটি : প্রতীক বরাদ্দের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলার নলছিটি সংসদীয় আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী শেখ নেয়ামুল করীমের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২২ জানুয়ারী নলছিটি মডেল মসজিদের সামনে থেকে এ প্রচারণা কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় জামায়াতে ইসলামী নলছিটি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।
প্রচারণাকালে নেতাকর্মীরা শেখ নেয়ামুল করীমের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পাশাপাশি তারা ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন সংসদ নির্বাচনে নলছিটির জনগণ যোগ্য ও সৎ নেতৃত্ব হিসেবে শেখ নেয়ামুল করীমকে সমর্থন জানাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।