বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালের ছয়টি আসনে  নির্বাচনী প্রচারনা শুরু

নিজস্ব প্রতিবেদক : দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মধ্যদিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বরিশালের ছয়টি নির্বাচনী আসনে বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনের প্রচার-প্রচারনা শুরু করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের পক্ষে নগরীর কাকলির মোড় থেকে ধানের শীষের পক্ষে প্রথমদিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
একইদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার ভোর ছয়টায় রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এরপর তিনি নির্বাচনী এলাকায় ফিরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ গত ১৫ বছরে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন। একইদিন সংখ্যালঘু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন।
অপরদিন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী অ্যাডভোকোট জয়নুল আবেদীন, ১০ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ঈগল মার্কার প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন তার মেয়ে হাবিবা কিবরিয়া।
এছাড়াও জেলার ছয়টি আসনের বিভিন্ন দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করেছেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *