পিরোজপুর প্রতিনিধি : জেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো.শরীফ মোল্লা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর সদর থানাধীন পৌর বাস স্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে পিরোজপুর সদর থানাধীন পৌর বাস স্ট্যান্ড এলাকায় ওয়েলকাম বাস কাউন্টারের সামনের সড়ক থেকে ৬ কেজি গাঁজাসহ শরীফ মোল্লাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত শরীফ মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুলের হাট এলাকার মৃত আলতাফ মোল্লার ছেলে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহমেদ সিদ্দিকি বলেন, মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
সমাজকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।