ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১০টা ডিবি ঝালকাঠির এসআই মোঃ তারিফুল ইসলাম এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার ঝালকাঠি থানাধীন ৪নং ওয়ার্ডের ৬নং বাসন্ডা ইউনিয়নের ধারাখানা এলাকায় শাহজাহান হাওলাদারের দোকানের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই শেষে রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এসআই মোঃ তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন মোঃ মিজান হোসেন বেপারী (৩৫), পিতা- ওহাব বেপারী, সাং- উত্তর পরমহল এবং মোঃ আকাশ বিশ্বাস (১৯), পিতা- মোঃ আফজাল বিশ্বাস, সাং- নৈয়ারী, ১০নং নথুল্লাবাদ, থানা ও জেলা- ঝালকাঠি।
এসময় উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে মোঃ মিজান হোসেন বেপারীর পরনে থাকা জিন্স প্যান্টের ডান সামনের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।