বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশাল–৫ আসনের টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবো — মুফতী ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, বরিশাল–৫ আসনকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী আসনে রূপান্তর করাই তাঁর প্রধান লক্ষ্য।

২৪ জানুয়ারি ২০২৬ তারিখে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “বরিশাল–৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুশাসনের অভাবে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও যোগাযোগ খাতে পরিকল্পিত উন্নয়ন ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়। আমি জনগণকে সঙ্গে নিয়েই এই পরিবর্তনের পথে এগোতে চাই।”

তিনি আরও বলেন, বরিশাল–৫ আসনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

মুফতী ফয়জুল করীম বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করবেন বলেও জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, “রাজনীতিকে লোভ ও ক্ষমতার হাতিয়ার নয়, বরং ইবাদত ও আমানত হিসেবে বিবেচনা করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, বরিশাল–৫ আসনকে একটি আদর্শ আসন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।” এ সময় তিনি বরিশাল–৫ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *