মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৭ আর্টিলারি ব্রিগেডের ৫২ এমএলআরএস ব্যাটারির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদির নেতৃত্বে একটি বি-টাইপ প্যাট্রোল দল মহিপুর এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মাত্র চার দিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিল। তার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
সেনাবাহিনী কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।