আল আমিন, বাউফল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী সমাবেশ।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ নওমালার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, মা-বোনদের যারা হুমকি দেয়, লাঞ্ছিত করে নব্য ফেসিস্ট হতে চায় তাদেরও আওয়ামী ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হবে|
তিনি বলেন নির্বাচিত হলে, কৃষিপন্য বিক্রির সিন্ডিকেট ভেঙে ফেলে কৃষকদের জন্য নায্য দামের ব্যবস্থা করা হবে। কৃষকদের সরকারি সহায়তা কোন ধরনের হয়রানি ছাড়া ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে|
ড. মাসুদ বলেন, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নিজ বটকাজল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ঢাকা-দশমিনা সড়ক পর্যন্ত আমাদের উদ্যোগে রাস্তা সংস্কার করা দিয়েছিলাম| এবার পাকা করে দেয়া হবে|
তিনি বলেন, কালাইয়া-পটুয়াখালী ডিসি রোড সংস্কার করে ২ লেনে উন্নতি করা হবে| ভিডিসি থেকে বাউফল সদর পর্যন্ত রাস্তাকে আরও উন্নত করে যোগাযোগ ব্যবস্থা সহজ করা হবে।
ড. মাসুদ আরও বলেন, আগে বাউফল সদর থেকে নগরের হাট পর্যন্ত খালের মাধ্যেমে নদীপথে যোগাযোগ ছিল। এখন খাল দখল ও মাটি দিয়ে খাল অস্তিত্বহীন। এই খাল দখলমুক্ত ও পুন খনন ব্যবস্থা করে দেয়া হবে যাতে নদীপথে বাউফল সদরের সাথে যোগাযোগ ও স্থানীয় কৃষকদের ক্ষেতে সেচ কাজ সহজ হয়। তিনি বলেন, আমি শুনেছি এই ইউনিয়নে মাদক বেচা কেনা বেশি হয়| ইনশাআল্লাহ, বাউফলে ৬০ দিনে মাদকের কবর রচনা করা হবে|
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ, যা উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে জনসমর্থনের শক্ত বার্তা বহন করে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।