বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ২৮ জানুয়ারি দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে অভিযানকালে কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের তৃতীয় লিঙ্গের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও একটি ব্রিফকেস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তৃতীয় লিঙ্গের কৌশিক চন্দ্র সরকার দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নবায়নপুর গ্রামের নিমাই চন্দ্র সরকারের ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্র দীর্ঘদিন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বিভিন্ন এলাকায় মাদক পাঁচার করে আসছে।
৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন-গ্রেপ্তারকৃত কৌশিক ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *