বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ন্যায়বিচার ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতের মূল লক্ষ্য- আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য।
আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। এই দেশকে সুসংগঠিত করা এবং জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে আগামীতে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জনান তিনি।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গুয়াবাড়িয়া ও হরিনাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি গুয়াবাড়িয়া ইউনিয়নে নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
এছাড়াও হরিনাথপুরের ধনুসিকদার বন্দরসহ গুয়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। প্রচারণাকালে প্রার্থী সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগনের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন ।
এলাকাবাসী জানান, বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির অপেক্ষায় রয়েছেন এক্ষেত্রে দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতিশ্রুতিতে তারা আশ্বস্ত।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন, নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, গুয়াবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ইমরুল হাসান শিপু মৃধা, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন

ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *