বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বানারীপাড়ায় উপজেলা বিএনপির সহ-সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার দল থেকে পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে জননন্দিত এই নেতা তার দীর্ঘ ৪০ বছরের বিএনপি রাজনীতির ইতি টানলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগপত্রের আবেদনের কপি পোস্ট করার পর বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন সকালে তিনি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জেলা বিএনপির সদস্য এবং উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে লিখিত অব্যাহতিপত্র জমা দিয়েছেন।

অব্যাহতিপত্রে পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন— দীর্ঘ চার দশক ধরে তিনি সুনাম ও নিষ্ঠার সাথে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে রাজনীতি করেছেন। এই দীর্ঘ সময়ে রাজনীতি করতে গিয়ে তিনি মামলা-হামলা, জেল, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন; তাই দল থেকে পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এদিকে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির দায়িত্বশীল কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার এর আগে বানারীপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বছর জুলাই মাসে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। তবে সেই কাউন্সিলে তাকে ২ নম্বর সহ-সভাপতি পদ দেওয়া হয়।

আরো পড়ুন

ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *