পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের বিভিন্ন এলাকার বরই বাগানের বরই রক্ষার নামে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে প্রতিদিন শত শত পাখি নিধন করা হচ্ছে। এসব বাগানের পাতা ফাঁদে বুলবুলি, ঘুঘু, দোয়েল, শালিক, বাদুড়সহ নানা দেশীয় প্রজাতির পাখি মারা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সরেজমিনে সদর উপজেলার টোনা ইউনিয়নের সালাউদ্দীনের বরই বাগানে গিয়ে পাখির প্রতি এ বর্বরতার হৃদয়বিদারক চিত্র দেখা যায়। স্থানীয়রা জানান, তার পাতা জালে প্রতিদিন শত শত বিভিন্ন প্রজাতির পাখি মারা যাচ্ছে।
সদর উপজেলার টোনা ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ, গত তিন বছর ধরে বরই মৌসুম এলেই এভাবে নিষিদ্ধ কারেন্ট জাল পেতে নিষ্ঠুরভাবে পাখি নিধন করা হচ্ছে। বাগানের ফল রক্ষার নামে এ ধরনের ব্যয়বহুল ও অবৈধ পদ্ধতিতে পাখি নিধন পরিবেশ আইনে গুরুতর অপরাধ বলে মনে করছেন সচেতন মহল।
এতে একদিকে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রাণ হারাচ্ছে অসংখ্য দেশীয় পাখি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবেশ ও পাখিপ্রেমীরা। এ বিষয়ে বাগান মালিক সালাউদ্দিন বলেন, প্রতিদিন শত শত পাখি এসে বরই ফল নষ্ট করে। বাগান রক্ষার জন্য এ জাল দেয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সৌমিত্র সরকার বলেন, এভাবে পাখি নিধন বন ও পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। কৃষকদেরকে জাল ব্যবহার না করে ফল রক্ষার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে পাখি নিধন না করে ফল রক্ষার জন্য।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।