ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভার বড় বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিম ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান। এসময় তিনি বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট ও দোয়া প্রার্থনা করেন। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি পৌরসভার বড় বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ ১০ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
প্রচারণা চলাকালে শেখ নেয়ামুল করিম বলেন, “ঝালকাঠি পৌরসভাকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। আমি নির্বাচিত হলে পৌরসভার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সেবা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “বড় বাজারসহ পৌর এলাকার ব্যবসায়ীদের সমস্যা সমাধান, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। ইনশাআল্লাহ জনগণ পাশে থাকলে ঝালকাঠিকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তর করা সম্ভব।”
এ সময় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।” এরপর ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।