নিজস্ব প্রতিবেদক
বরিশালের কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে পলাশপুর এলাকার হাজী সাইদুর রহমানের ভাড়াটিয়া বাসায় এ অভিযান পরিচালিত হয়।
আটক নারীর নাম সুমি আক্তার (১৯)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হিরণ গ্রামের মো. এনামের মেয়ে এবং বর্তমানে পলাশপুরের হাজী বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার ৬০০ টাকা।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন থানার এসআই হরষিত। অভিযানে সঙ্গে ছিলেন এএসআই শরীফ হোসেন, তরিকুল, আলমগীর এবং নারী কনস্টেবল তামান্না আক্তার।
এসআই হরষিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৫ নং ওয়ার্ড পলাশপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেটসহ অবস্থান করছে। খবর পেয়ে আমরা সেখানে পৌঁছাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান মাদক ব্যবসায়ী মানিক মোল্লার স্ত্রী সিমা আক্তার পালিয়ে যায়, তবে তার বোন সুমি আক্তারকে আমরা আটক করতে সক্ষম হই। তার স্বীকারোক্তিতে একটি ব্যাগ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, আটক সুমি আক্তার পলাশপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক মোল্লার শ্যালিকা। মানিক মোল্লা বর্তমানে মাদক মামলায় জেলহাজতে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও আত্মীয়দের সহযোগিতায় এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আজকের অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে, মাদক ব্যবসায়ীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।