শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষা সফরে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের সময় বাসে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিক্ষা সফরের সময় শিক্ষার্থীরাই ভিডিওটি ধারণ করেন। তবে শুক্রবার সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি বিশেষ করে বিগত সময়ে ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাদুবাদ জানিয়ে নানা ধরনের পোস্ট দেন।

অন্যদিকে, ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করেছেন জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সমর্থকরা। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক স্লোগান ও কর্মকাণ্ডের বিরোধিতা করেন।

জানা যায়, ২০২৬ সালের ২৮ জানুয়ারি পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে শিক্ষা সফরে যান। সফরের পথে বাসে বসে শিক্ষার্থীদের একটি অংশ শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং শেখ হাসিনার নাম উল্লেখ করে গানের সুরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরাই নিজেরা সেই মুহূর্তগুলো ধারণ করছেন।

এ ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করছেন একাধিক অভিভাবক। তাদের অভিযোগ, অতীতে ও বর্তমান সময়েও এই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলদের মধ্যে অতিরিক্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা লক্ষ্য করা গেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায়।

নানা সময়ে শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তাদের। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরও এ অবস্থার কোনো পরিবর্তন হয়নি; বরং রাজনৈতিক সম্পৃক্ততা আরও বেড়েছে বলে দাবি অভিভাবকদের।

কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকেও তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। এসব কারণে অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। তবে তারা জানান, শক্ত অবস্থান নিয়ে অভিযোগ করার সুযোগ তাদের খুবই সীমিত। “আমরা সন্তানদের লেখাপড়া করানোর জন্য কলেজে পাঠাই, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর জন্য নয়”—এমনটাই বলেন একাধিক অভিভাবক।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

আরো পড়ুন

বরই বাগান যেন পাখিদের ‘মৃত্যুর ফাঁদ’, হুমকিতে বুলবুলি-দোয়েল-শালিক

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের বিভিন্ন এলাকার বরই বাগানের বরই রক্ষার নামে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *