বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Chorfhsion
Chorfhsion

চরফ্যাশনে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা 

মো. নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন॥

২০২৪ সালে জুলাই – আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’ চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে ২০ নভেম্বর বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সেক্রেটারি কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ, চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,সহকারী পুলিশ সুপার মোহেদী হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত,উপজেলা স্বাস্থ্য  পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন বসাক, উপজেলা বিএনপি নেতা মমিনুল ইসলাম ভুট্টো গণঅধিকারের নেতা এইচ টি মাসুদ চৌধুরী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মো: আলাউদ্দিন,জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে হাত হারানো জীবন্ত শহীদ  নুর হোসেন ,ছাত্র সমন্বয়কদের পক্ষে তামিম রহমান রহমান ও বিএনপি নেতা কাওসার আহমেদ প্রমুখ।

অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল,চরফ্যাশন উপজেলা জামায়তের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি  আশরাফুর রহমান দিপু ফরাজি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,পৌর যুবদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ ও আহতদের পরিবার এবং সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের যথাযথভাবে সহায়তা করার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। সকল ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটিয়ে সমতা আনতে হবে।

আরো পড়ুন

ভোলায় পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবীতে পরীক্ষার্থীদের মানববন্ধন

এম এম রহমান, ভোলা প্রতিনিধি‍॥  ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (কেন্দ্র কোড ৪০০২৯) হতে ভোলা সরকারি টেকনিক্যাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *