শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
poli

ভোলায় সুন্দরবন কুরিয়ার থেকে ২৬ মন পলিথিন জব্দ

এম এম রহমান, ভোলা।।
ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ের ভিতর থেকে ২৬ মন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে এ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার এবং নিষিদ্ধ পলিথিন আমদানী কারক প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া বলেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন এসেছে। এমন তথ্যের ভিত্তিতে ভোলা জেলা প্রশাসন, কোস্টগার্ড দক্ষিণ জোন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভূঞা। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহন করার অপরাধে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার রিপন কুমার বিশ্বাস (৫২) কে নগদ ১ লক্ষ টাকা অর্থদন্ড ও পলিথিন আমদানী কারক ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের অসাধু ব্যবসায়ী ও মেসার্স বনফুল বেকারীর মালিক মোঃ ইব্রাহীমকে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Chorfhsion

চরফ্যাশনে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা 

মো. নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন॥ ২০২৪ সালে জুলাই – আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *