শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের ভোট গ্রহন ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক॥
বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ এর তফসিল ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ সেলিম হাওলাদার, এমএম নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মোঃ মহাসিন, এম রহমান নিউজ এজেন্সির কৃষ্ণ দাস সহ সর্বস্তরের হকার্স বৃন্দ। ঘোষিত তফসিলে ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে ৭ ডিসেম্বর। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান কামাল। অন্য দুই জন নির্বাচন হলেন মোঃ মহাসিন এবং কৃষ্ণ দাস। নির্বাচনে সভাপতি-সাধারন সম্পাদকসহ মোট ১০ টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

এর আগে তফসিল অনুযায়ী ১৬ নভেম্বর সন্ধ্যায় খসড়া ভোটার তালিকা অফিসের সম্মুখে টানানো হয় এবং পরের দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত মনোনয়নপত্র বিতরন করা হবে। ২৩ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহন করা হবে। ২৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য্য করা হয়েছে। ৭ ডিসেম্বর বেলা ২ টা থেকে ৬ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *