শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
Rikshaw

ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই

বাংলাদেশ বাণী ডেস্ক।।

ঢাকা মহানগরীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত এক মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। এ কারণে আপাতত ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে।

এর আগে, ১৯ নভেম্বর হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ঢাকা মহানগরীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশ দেয়। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেমন স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর পুলিশ কমিশনারকে তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল।

তবে, এই আদেশ স্থগিত করার জন্য সরকারপক্ষ গত রোববার আপিল বিভাগে আবেদন জানায়। সোমবার চেম্বার আদালতে সেই আবেদন শুনানি হয় এবং আদালত এক মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।

এছাড়া, ২৭ অক্টোবর ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিরুদ্ধে রিট দায়ের করা হয়েছিল। এই রিটটি বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক জোটের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোমিন আলী দায়ের করেন।

আরো পড়ুন

ভোলা জেলার উন্নয়নের রূপকার নাজিউর রহমান মঞ্জু

এম. আমীরুল হক পারভেজ চৌধুরী ।। মুক্তিযোদ্ধা, সাবেক এলজিআরডি মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *