বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের মাঝে কৃষি প্রণোদনার কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে গাছের চারা বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান। এ সময় তিনি কুতুবা, বিকেএম ও ইউপিএস স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
চারা বিতরণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হয়। এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও টেকসই পরিবেশ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করবে বলে আয়োজকরা মনে করেন।
আয়োজনটি যৌথভাবে বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোরহানউদ্দিন, ভোলা।
পরিবেশবান্ধব দেশ গঠনে সরকারের চলমান কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সারাদেশেই এ ধরনের চারা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *