বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
masud saidee
masud saidee

মাসুদ সাঈদীর আহবানে তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার বিভিন্ন সহায়তা প্রদান

শফিকুল ইসলাম মাসুদ , পিরোজপুর প্রতিনিধি‍॥

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর আমন্ত্রনে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি সংস্থা বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার কালাইয়া, ইন্দুরকানী, বৌডুবীসহ কয়েকটি স্থানে এ সহায়তা প্রদান করেন।

সহায়তার মধ্য রয়েছে বিগত আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত শহীদ শুক্কুর আলী ও আহত মোস্তফা মীরকে ২টি দোকান ঘর নির্মান, পাড়েরহাট বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা নির্মান, অস্বচ্ছল পরিবারের মাঝে ৫টি গরু, ১৫টি ছাগল বিতরণ, ২৩টি গভীর নলকূপ স্থাপন এবং ২৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহ সভাপতি মাওলানা. আবদুল হাই, উপজেলা সভাপতি মো: মামুন হোসাইন, প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মাসুদ সাঈদী জানান, সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নে কাজ করছে। তার ডাকে সাড়া দিয়ে তারা ইন্দুরকানীতে এসেছে। তারা হতদরিদ্র পরিবারের মাঝে তাদের সাহায্য প্রদান করেছেন এবং ভবিষ্যতেও তাদের সাহায্য প্রদান অব্যাহত রাখবে।

আরো পড়ুন

mujibian

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বাংলাদেশ বাণী ডেস্ক॥ ‘মুজিবিয়ান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ৮৭ নেতাকর্মীকে খুঁজছেন বরিশালের গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *