মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মেধাবৃত্তি হিসেবে বিতরন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেধা মেধাবৃত্তির টাকা বিতরন করা হয়।
মেধার ক্রম অনুসারে এসএসসিতে ভালো ফলাফলের জন্য একাদশ শ্রেনী ও কলেজের আভ্যন্তরিন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দ্বাদশ শ্রেনীর ছাত্রীদেরকে এই বৃত্তি দেয়া হয়। এই মেধাবৃত্তি প্রদান প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।
মেধাবৃত্তি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরার প্রথম ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ‘মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আলহাজ্বব কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন’র প্রধান পৃষ্ঠপোষক মহফুজা খাতুন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল ইসলাম শাহীন।
এসময় মনোয়ারা বেগম মহিলা কলেজের ৬ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রাপ্তরা হলেন, একাদশ শ্রেনীর ছাত্রী জয়তুন নেছা, বৈশাখী চক্রবর্তি, তিশা মনি। দ্বাদশ শ্রেনীর ছাত্রী- তাসফিয়া নিশাদ অর্পি, আমেনা বেগম শান্তা, মারিয়া জাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আব্দুল হান্নান, বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জুরান চন্দ্র মজুমদার। ছাত্রীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনীর ছাত্রী তাসফিয়া নিশাদ অর্পি।
এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্রী অভিভাবক, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।