শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

গৌরনদী ও আগৈলঝাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের বিনাম্যূল্যে চিকিৎসা সেবা

সোলায়মান তুহিন, গৌরনদী প্রতিনিধি‍॥
বরিশালের গৌরনদী উপজেলার টরকীর সুন্দরদী গ্রামের (নীলখোলা) এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার মোঃ মনির হোসেনের সেবামূলক প্রতিষ্ঠান বরিশাল জেলার উত্তর জনপদের স্বেচ্ছাসেবী ট্রাস্টি প্রতিষ্ঠান গৌরনদী ও আগৈলঝাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে শতাধিক নারীকে মাত্র ৩০০ টাকায় এম বিবি এস ডাক্তার দ্বারা  চিকিৎসা সেবা ও আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে।
ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করে গ্রামাঞ্চলের সাধারণ রোগীদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বরিশাল জেলার উত্তর জনপদের স্বেচ্ছাসেবী ট্রাস্টি প্রতিষ্ঠান  গৌরনদী ও আগৈলঝাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষ।
আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো. মনির হোসেন জানান, তাদের এ কার্যক্রম পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নের সর্বত্র এলাকায় ছড়িয়ে দেওয়া হবে।
সূত্রমতে, নির্ভরযোগ্য চিকিৎসা সেবা কেন্দ্র গৌরনদীর নীলখোলা এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে শনিবার দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক নারীকে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাম করানোর পাশাপাশি নিরাপদ মাতৃত্বের সঠিক দিক নির্দেশনা, গর্ভকালীন জটিলতা প্রতিরোধ, সন্তানের বিকাশ সম্পর্কে বিস্তারিত ধারণাসহ কিডনী, লিভার, হার্ট, বাত ব্যথা রোগের চিকিৎসা দিয়েছেন ডা. সৈয়দ কামরুজ্জামান ও ডা. সামিউল ইসলাম।

আরো পড়ুন

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *