শনিবার, মে ৩, ২০২৫
chormonai
chormonai

ঐতিহাসিক চরমোনাইর মাহফিল লাখো মুসল্লির মোনাজাতের মাধ্যমে শেষ

বাংলাদেশ বাণী ডেস্ক॥

লাখো মুসল্লির মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ঐতিহাসিক চরমোনাই দরবারের তিন দিনব্যাপী মাহফিল। শনিবার সকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মোনাজাত পরিচালনা করেন। চরমোনাই মাদ্রাসা ময়দানে গত বুধবার শুরু হওয়া এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

সমাপনী অধিবেশনে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “মানুষ আজকাল আল্লাহকে ভুলে গিয়ে নাফরমানি করছে, কিন্তু একজন মানুষকে কবরে যাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে, যতক্ষণ না সে আল্লাহর মাফ পায়। তাই আল্লাহর ভয় অর্জন করে মহান রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নেই, সে আলেম, মুফতি বা পীর—কারোরই কোনো মূল্য নেই।”

মোনাজাতে চরমোনাই পীর ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া এবং বিশ্বের অন্যান্য নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা কামনা করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করেন।

আয়োজকরা জানান, প্রতিবছর চরমোনাইয়ে অগ্রহায়ণ এবং ফাল্গুন মাসে দুটি মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে অগ্রহায়ণ মাসে ছোট পরিসরে এবং ফাল্গুন মাসে বড় পরিসরের মাহফিল আয়োজিত হয়। মাহফিল উপলক্ষে সারা দেশ থেকে লাখো মুসল্লি সড়ক ও নৌপথে চরমোনাইয়ে সমবেত হন।

চরমোনাই বার্ষিক মাহফিলে সাতটি মূল বয়ানের মধ্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পাঁচটি এবং নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দুটি বয়ান দেন। এছাড়া চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ দেশের শীর্ষস্থানীয় দরবারগুলোর পীর এবং বিশিষ্ট ওলামারা মাহফিলে বয়ান করেন।

আরো পড়ুন

দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাকালীন সম্পাদক অধ্যাপক আখতার ফারুক

নিজস্ব প্রতিবেদক।। দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন মাওলানা অধ্যাপক আখতার ফারুক। তিনি ১৯২৯ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *