বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

চরফ্যাশনে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবী

চরফ্যাশন প্রতিনিধি॥

কিশোর-কিশোরীর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ কৈশোরকালীন মানসিক বিকাশ একটি সুস্থ্য জাতি গঠনে সাহায্য করে। এজন্য কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরী। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই একাজে সমন্বিতভাবে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

গতকাল রবিবার দুপুরে চরফ্যাশন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে নারীপক্ষের  অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা’র  যৌথ আয়োজনে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় কালে সংশ্লিষ্টরা এদাবী জানান।

সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব কবীর, চরফ্যাশন উপজেলা  দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ’ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আরাফাত মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে  ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর চরফ্যাশন উপজেলা সভাপতি মনির আসলামি, সাংবাদিক কামরুল শিকদার, সোহেব চৌধুরীসহ চরফ্যাশন  উপজেলা তারুণ্যের কন্ঠস্বরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী যেন তাদের সুবিধামতো এবং বৈষম্য ছাড়া স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও কাজ করছে। স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করা ও বৈষম্য দূর করা সহ কৈশোরকালীন সেবাকে আরো ত্বরান্বিত করতে সবাইকে সহযোগিতার আহবান জানান বক্তারা।
আয়োজকরা জানান, নারীপক্ষে অধিকার এখানে, এখনই প্রকল্পের সহযোগিতায় তারুণ্যের কন্ঠস্বর ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ যৌথ ভাবে ভোলার সদর, বোরহান উদ্দিন ও চরফ্যাশন উপজেলায় কিশোর -কিশোরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে।

আরো পড়ুন

আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলের ‘টাইটেল স্পন্সর’ হলো ইসলামী ব্যাংক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক॥ বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারীদের নিয়ে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *