শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
Kamarkhali protest
Kamarkhali protest

কামারখালীতে ইসকন নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

আহমেদ বায়জিদ, কামারখালী॥

হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বাকেরগঞ্জ উপজেলার কামারখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

রবিবার বিকেলে স্থানীয় আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল কামারখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সমাবেশে বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন রেদোয়ান খান রিয়াদ। তিনি বক্তব্যে বলেন, চট্টগ্রামে আ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচার করতে হবে এবং ইসকনকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে। তিনি আরো বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, এই সংগঠনের ফাঁদে পা না দেওয়ার জন্য সাধারণ হিন্দুদেরকে সর্তক থাকার অনুরোধ করছি।

সমাবেশ থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকা- থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। সবশেষে আ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *