নিজস্ব প্রতিবেদক॥
বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারীদের নিয়ে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। আগামী ৬ ডিসেম্বর বিকেল তিনটায়
বরিশাল হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজন করেছে আল কুরআন একাডেমি বরিশাল। এতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম নর নারীর সমাগম হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।
এই বিশাল আয়োজনে টাইটেল স্পন্সর হয়েছে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দীন আহমেদ।
এ সময় আল কুরআন একাডেমি বরিশালের পক্ষে আয়োজক কমিটির আহবায়ক আব্দুল হাই, আনোয়ার হোসেন খান, আঃ জলিল সিদ্দীকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস, প্রশাসনিক কর্মকর্ত আব্দুল রাজ্জাক, আশিকুল হায়দার মানিক, হিসবা বিভাগের ইনচার্জ মামুন হাওলাদার সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল কুরআন একাডেমি বরিশাল এর নেতৃবৃন্দ জানিয়েছেন, আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলে ক্বিরাত পরিবেশনে আসছেন মরক্কো থেকে ক্বারী ইলিয়াস আল মিহয়াউঈ, পাকিস্তান থেকে ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী, ইরান থেকে ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মিশর থেকে শাইখ ইয়াসির শারক্বাউঈ এবং বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
তাছাড়া সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠী, শিল্পী রোকনুজ্জামান, হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড, হেরাররশ্মি শিল্পী গোষ্ঠী ও বরিশাল সাংস্কৃতিক সংসদ। মাহফিলে মাহিলাদের জন্যও থাকছে পর্দাসহ বসার সু-ব্যবস্থা।