শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নতুন কাঠামো ও ডিইউ অধিভুক্তির বিরুদ্ধে সোহরাওয়ারদী কলেজের শিক্ষকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী  কলেজের শিক্ষকরা।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী  কলেজ ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার এবং ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ হালদার।
বক্তারা বলেন, প্রস্তাবিত নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোর স্বকীয়তা, স্বাধীন কাঠামো ও দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হওয়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কার বিষয়টিও তারা তুলে ধরেন।
শিক্ষকেরা আরও বলেন, এ কাঠামো শিক্ষার মান, গণশিক্ষা বিস্তার এবং সার্বিক শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই তারা দ্রুত প্রস্তাবিত কাঠামো পুনর্বিবেচনা করে বিদ্যমান কাঠামো বহাল রাখার দাবি জানান।

আরো পড়ুন

মঠবাড়িয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি 

মঠবাড়িয়া প্রতিনিধি পিরোজপুরের মঠবাড়িয়া আজ সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *