কাজল দে হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।
জানা গেছে ২৪আগস্ট, রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কারেন্ট জাল জব্দের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহ কোষ্টগার্ড, নৌ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পুরাতন হিজলা বন্দরের ব্যবসায়ী মোঃ কালাম মুন্সী নিজ বাড়িতে অবৈধ কারেন্ট জাল মজুদ করেছেন।
পরে (ইউএনও) স্যার এর নেতৃত্বে কোষ্টগার্ড, নৌ-পুলিশ সহ একটি টিম নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৮৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বাড়িতে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ সকল জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।