এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়ার মহতি উদ্যোগে আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের পরিচালনায় উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উলানিয়া বিউক কার্যালয়ে এবং গোবিন্দপুর চরে পূর্ব আশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। দিনভর মেডিসিন ও গাইনির ৬জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসকরা হলেন, ডাঃ মোঃ আলীমুল ইসলাম, ডাঃ শুকলা চন্দ্র দাহার, ডাঃ মেরি রানী মিত্রা, ডাঃ মাহমুদা জামান মিতু ও ডাঃ আমিনুল ইসলাম।
এই মেডিকেল ক্যাম্পে হাজারো চরবাসী ফ্রী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিএনপির মানবিক নেতা (লন্ডন প্রবাসী) হেলাল উদ্দিন মিয়ার পক্ষে মেডিকেল ক্যাম্প পরিচালনাকারী রিয়াজ উদ্দিন সরদার বলেন, প্রবাসী হেলাল উদ্দিন মিয়ার জন্ম মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নে।
মাতৃত্বের টানে জন্মভূমির মানুষের সেবা করার মানসে তিনি এই ফ্রি মেডিকেল ক্যাস্পটি নিজ অর্থায়নে পরিচালনার দায়িত্ব গ্রহন করেন। তার মরহুম বাবা-মায়ের নামে বিগত ২০১০ সালে আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন নামে একটি মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলেন।
এই ফাউন্ডেশনের মাধ্যমে দানবীর প্রবাসী হেলাল উদ্দিন মিয়া সমাজের অবহেলিত মানুষের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিজ এলাকার মানুষের জন্য তার দায় আছে। সে দায়বদ্ধতা থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যান্তঞ্চলের চরবাসীর স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প করেন। তার এমন মানবিক কাজ করায় সাধারণ মানুষ তাকে মন খুলে দোয়া করছেন।
সরেজমিনে গিয়ে উত্তাল মেঘনার অপর পাড়ের গোবিন্দপুর চরে ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রে আসা চরবাসীরা বলেন আমরা কল্পনাও করতে পারিনি এই দুর্গম চরে বড়মাপের ডাক্তার এসে আমাদের ফ্রী চিকিৎসা দিবে। চিকিৎসকরা বলেন, এমন দুর্গমঞ্চলের গরীব অসহায় মানুষের চিকিৎসা করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। বাস্তবে কেউ এখানে না আসলে বুঝবে না এখানকার মানুষ কতটা অসহায় এবং চিকিৎসাবঞ্চিত। অধিকাংশ রোগী চর্ম, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং শরীরের ব্যাথা, ডায়াবেটিসে আক্রান্ত।
যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। ফ্রি মেডিকেল টিমের পরিচালনার দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন সরদার আরো জানান, আগামিতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে