বেতাগী প্রতিনিধি ॥
বরগুনার বেতাগীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মোকামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কে এসে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে পথসভায় বক্তব্য রাখেন- মোকামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আনসার উদ্দিন, সহকারী অধ্যাপক নিজামুল ইসলাম, আরবি প্রভাষক সাইফুল ইসলাম ফুয়াদ, প্রভাষক আব্দুল আলিম ও শিক্ষার্থী মোহাম্মদ রিহানসহ অন্যান্যরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।