আজ ০৬ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে বিশ্বের বিভিন্ন দেশের ক্বারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল।
এবারের ক্বিরাত মাহফিলে থাকছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, একাধিক এলইডি ডিসপ্লে বোর্ড, বর্ণিল আলোকসজ্জার জন্য বাহারি ধরনের লেজার লাইটিং সহ নানা আয়োজন।
মহিলাদের জন্য হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানের পাশ্ববর্তী মেরিন ওয়ার্কশপ মাঠে থাকছে আলাদা বিশাল প্যান্ডেল ও বৃহৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ড।
বহু বছর পর বরিশালে আমন্ত্রিত হয়ে আসছেন ঐতিহ্যবাহী সাইমুম শিল্পী গোষ্ঠী, হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ডের শিল্পীরা।
বরিশাল সাংস্কৃতিক সংসদ ও হেরাররশ্মি শিল্পী গোষ্ঠীর শিল্পীরাও তাদের পরিবেশনার জন্য নিয়েছেন ব্যাপক প্রস্তুতি।
সবমিলিয়ে দারুন এক মাহফিলে মুগ্ধ হবেন বরিশাল বিভাগের হাজার হাজার মানুষ।