শনিবার, এপ্রিল ১২, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক॥

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৯ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গতিশীলতা কিভাবে আরও বৃদ্ধিকরা যায় এবং সেক্ষেত্রে কি কি বিষয়কে প্রাধান্য দেয়া প্রয়োজন এ বিষয়ে শিক্ষক- শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে কোস্টাল ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজাস্টার সায়েন্স করার অনুরোধ জানায়।

এছাড়াও কোর্স রিলেটেড শিক্ষক নিয়োগ, একাডেমিক ক্যালেন্ডার ও বার্ষিক পরিকল্পনা তৈরি করা। সেশনজট দূর করার জন্য দ্রুত পরীক্ষা ও রেজাল্ট প্রকাশের ব্যবস্থা করা, ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ে থেকে পর্যাপ্ত বাজেটের ব্যবস্থা করা ও বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অনুমতি দেয়া, ক্লাশরুম সংকট দূরীকরণ, ল্যাবের সংখ্যা ও জনবল বৃদ্ধি, সিলেবাস অনুযায়ী রেফারেন্স বই লাইব্রেরিতে রাখা এবং গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখার অনুরোধ জানান।

বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে উপাচার্য মহোদয় বলেন, গবেষণা কার্য ও উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে দেশ ও দেশের বাহিরের সাথে মিল রেখে এ বিভাগটির নামকরণ করার ব্যাপারে বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে, সেশনজট দূর করার জন্য দ্রুত পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে ইতোমধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ফিল্ড ট্রিপের ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির মাধ্যমেই ফিল্ডওয়ার্কে সৃষ্ট সমস্যার দ্রুত সামধান করা হবে। সিলেবাস অনুযায়ী লাইব্রেরিতে বই রাখার ব্যাপারেও লাইব্রেরিয়ানকে
নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় উপাচার্য মােহদয় আরও বলেন, আমাদের বহু সল্পতা রয়েছে। সকলের সহযোগিতায় পর্যায়ক্রমে এগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য মহোদয়।

তিনি এ বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. এ.টি.এম. রফিকুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বহিষ্কার হলেন বরিশাল নগর গোয়েন্দা পুলিশের এএসআই আউয়াল

নিজস্ব প্রতিবেদক ।। নির্ধারিত এলাকার বাইরে গৌরনদীতে অভিযান চালিয়ে মাদকসহ নারী ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *