আগৈলঝাড়া প্রতিনিধি॥
ঐতিহ্যবাহী আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি পদে প্রবীণ সাংবাদিক এইচ এম মাসুম (এশিয়ান টেলিভিশন , দৈনিক সময়ের আলো) ও সাধারণ সম্পাদক পদে আকাশ মাহমুদ (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা প্রেসক্লাবের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার কাজী রুহুল আমিন।
সভাপতি ও সম্পাদক পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ইলিয়াস কাঞ্চন, শফিকুল ইসলাম, বাবুল মন্ডল, সাজ্জাদ হাওলাদার, যুগ্ম সম্পাদক ইক্তিকার তালুকদার, বিকাশ রায়, মামুন হোসেন, বিপ্লব গাইন , কোষাধ্যক্ষ পদে রাসেল হাওলাদার, নির্বাহী সদস্য কাজী রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক তাসদিত হায়দার সাজিদ, প্রকাশনা সম্পাদক শাকিল হাওলাদার, আইটি সম্পাদক আশিষ কীর্তনীয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরিদ আহমেদ, তথ্য সম্পাদক সুশান্ত রায়, দপ্তর সম্পাদক মহসিন সরদার, সদস্য শওকত হোসেন সান্টু, সদস্য ফারুক হাওলাদার ।
২০২৪-২৫ ইং সালের জন্য নির্বাহী কমিটির গঠনের লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৪ কমিশনের দায়িত্ব পালন করেছেন উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী রুহুল আমিন।