বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

কুয়াকাটায় ব্যাতিক্রমভাবে পরিচ্ছন্ন করা হলো সমুদ্র সৈকত 

মো. ইউসুফ, কুয়াকাটা প্রতিনিধি ॥

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শতাধিক
স্বেচ্ছাসেবক। বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের আয়োজনে শনিবার সকাল ১১টায়
কুয়াকাটা জিরো পয়েন্টে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম।

”পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে, দেশ পরিস্কারের শপথ
নিয়ে সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয় তাদের এ কার্যক্রম এর পরে পুরাতন
মসজিদ মার্কেট, মন্দির গেট, তালতলা ট্যুরিজম পার্ক এলাকা সহ জিরো পয়েন্ট এলাকার
সবগুলো স্পট পরিস্কার করেন।

এই কাজে সহযোগিতা করেন, কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর গাইড, ট্যুর অপারেটরসহ
স্থানীয় পর্যটন কেন্দ্রীক সকল ব্যবসায়ীরা।

এতে বিডিক্লিন বরিশাল বিভাগীয় টিমের সাথে সৈকতকে পরিস্কার করতে বরগুনা,
পটুয়াখালী, ভোলা, কলাপাড়া সহ বিভিন্ন স্থানের স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।

আরো পড়ুন

হিজলায় মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

কাজল দে, হিজলা প্রতিনিধি ‍॥ বরিশালের হিজলা উপজেলায় আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদল মানববন্ধন কর্মসূচী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *