হিজলা প্রতিনিধি ॥
বরিশালের হিজলা উপজেলায় মাছঘাট দখলকে কেন্দ্র করে মাছঘাট মালিককে মারধর ও বাড়িতে গিয়ে ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে।
বুধবার রাত ৮ টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কলারগাও নামক স্থানে মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। হামলা ও মারপিঠের ঘটনায় গুরুতর আহত মাছঘাট মালিক জামাল রাড়িকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জামাল রাড়ির স্ত্রী বলেন,আমরা কোনো রাজনৈতিক দল করিনা।গত ৫ তারিখের পরে হরিনাথপুর ইউনিয়ন যুবদল নেতা সুজন সরদার তার বাহিনী দিয়ে আমাদের মাছঘাট দখল করে নিয়ে যায়।প্রশাসন ও আইনশৃঙ্গলা বাহিনীর হস্তক্ষেপে মাছঘাট ফেরত পাই। বর্তমানে সুজন ও তার বাহিনী আমাদের মাছঘাটের সামনে তার মাছঘাট দিয়ে আমাদের আড়তে জেলে আসতে দেয় না। গতকাল আমার স্বামী জামাল রাড়ি মাছঘাটে গেলে সুজন বাহিনীর আরিফ সিকদার,হুমায়ুন,কালাম খান,সাহিন খান সহ ২০/২৫ জন তাকে এলোপাতাড়ী মারপিঠ করে।পরে তারা বাড়িতে আমার ছেলেকে খুজতে আসে।তাকে না পেয়ে তার মটরসাইকেল ভাংচুর,ঘরের আসবাবপত্র অন্যান্য মালামাল সহ নগদ প্রায় ৪ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়।
এসব অভিযোগ অস্বীকর করে সুজন সরদারের মাছঘাটের সরকার আরিফ সিকদার বলেন, রাতে তাঁদের মাছঘাটে জামাল রাড়ি ও তার লোকজন হামলা করে। ভয়ে সে পালাতক রয়েছে।
যুবদল নেতা সুজন এর ফোনে একাধিক বার ফোন দিলে তিনি রিসিভ করেনি।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান এর আগে এই মাছঘাট নিয়ে দ্বন্ধ নিরসন করা হয়েছে। রাতে মাছঘাটে হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।