শনিবার, এপ্রিল ১২, ২০২৫
MOHIPUR
MOHIPUR

মহিপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‍্যালি

মো. মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মহিপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতিসংঘ ঘোষিত আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার পটুয়াখালী জেলা ও মহিপুর থানা শাখার সভাপতি মো. সুমন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সমন্বয়ক ও মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার এসআই আব্দুল জলিল, কুয়াকাটা পর্যটন ব্যবসায়ী মো. রুমী শরীফ, সংস্থার জেলা সমন্বয়ক মো. শাহ আলম হাওলাদার, মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল গাজী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন

বহিষ্কার হলেন বরিশাল নগর গোয়েন্দা পুলিশের এএসআই আউয়াল

নিজস্ব প্রতিবেদক ।। নির্ধারিত এলাকার বাইরে গৌরনদীতে অভিযান চালিয়ে মাদকসহ নারী ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *