বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

গৌরনদীতে ১৪ কেজি গাঁজা সহ দুই জন গ্রেফতার 

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি ‍॥
গৌরনদী মডেল থানাধীন গৌরনদী বাসস্ট্যান্ডের বটতলা এলাকা হইতে ১৪(চৌদ্দ)কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ মজিবুর রহমান বলেন গোপন সংবাদতের ভিত্তিতে জানতে পারি যে, গৌরনদী থানাধীন, গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন বটতলা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মজিবুর রহমান সংগীয় ফোর্স সহ উল্লেখিত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে এসআই মজিবুর রহমান সংগীয় ফোর্স এর সহায়তায় ইং ০৯/১২/২০২৪খ্রিঃ তারিখ রাত ২১.০৫ মিনিটের সময় মোঃ দুলাল মোল্লা(৪৫),পিতা-মৃত খালেক মোল্লা,মাতা-আঞ্জমান বেগম, স্থায়ী সাং-ভাসানচর, থানা-মেহেন্দীগঞ্জ,জেলা-বরিশাল,
বর্তমান ঠিকানা-বড়বাড়ী বাহার মার্কেট,খাইলকৈর(জনৈক সাইফুল এর মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া) থানা-গাছা,জেলা-গাজীপুর কে ঘটনাস্থল হইতে গ্রেফতার করেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের সামনে গ্রেফতারকৃত আসামী মোঃ দুলাল মোল্লার সাথে  থাকা একটি লাল রঙের লাগেজ থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ০৭ পোটলা অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার প্রতি পোটলায় ০২ কেজি করে সর্বমোট ১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
যার সর্বমোট বাজার মূল্য অনুমান চার লক্ষ বিশ হাজার টাকা।
 পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে বাটাজোড় বাস স্ট্যান্ড হইতে তার সহযোগী আসামী মোঃ বেল্লাল হোসেন(৪২),পিতা-মৃত কালু,বেপারী,মাতা-নূরবানু,সাং-লোহালিয়া, থানা-বাবুগঞ্জ,জেলা-বরিশাল কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত  আসামীদ্বয় একে অপরের সহায়তায় গৌরনদী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল।
উক্ত ঘটনায় এসআই মজিবুর রহমান বাদী হইয়া গৌরনদী মডেল থানায় এজাহার দায়ের করেন।
যার, এফআইআর নং-৯, ১০/১২/২০২৪ইং,
জি আর নং-৩০৩, তারিখ- ১০/১২/২০২৪ইং,
ধারা- ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করেন।
মামলার তদন্তভার এসআই সাইফুল ইসলাম এর উপর অর্পন করেন। আসামীদ্বয়কে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইছে।

আরো পড়ুন

ভোলা জেলা প্রশাসক একটি ট্রাই সাইকেল প্রদান করেন ইউনুছকে

এম এম রহমান, জেলা প্রতিনিধি ভোলা॥  মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই বাস্তবতার আলোকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *