শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: মাফরুজা সোলতানা 

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান প্রতিনিধি ॥
ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের সহধর্মিণী মাফরুজা সোলতানা বলেছেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে দৌলতখান আমির জাং গজনবী স্টেডিয়াম মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সোলতানা এসব কথা বলেন।,  ফুটবল টুর্নামেন্টে  অংশ নিয়েছে ৬ টি টিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, ভবানীপুর  ইউনিয়নের সভাপতি মোঃ স্বপন, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *