শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধি ॥
বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।
এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইসিটি বিষয়ক কমিটির সভা,মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দূর্ণীতি বিরোধী উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।