শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

আওয়ামী নেতার দখলে মসজিদের জমি গ্রামবাসীর ক্ষোভ

মো. মাসুম  বিল্লাহ, প্রতিনিধি ‍॥

বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের পশ্চিম সৈয়দকাঠী গ্রামের গ্রামবাসীর পক্ষ থেকে বাইতুল জান্নাত ঘরামী বাড়ি জামে মসজিদের ভূমি দখলসহ একাধিক অভিযোগ উঠেছে আবুল ঘরামীর ছেলে স্থানীয় আওয়ামী নেতা মিজানুর রহমান মিঠুর উপর।

গনমাধ্যম কর্মীরা উক্ত স্থানে উপস্থিত হলে স্থানীয় এলাকার লোকজন গণজমায়েত হয়ে জানান, আবুল ঘরামীর ছেলে মিজানুর রহমান মিঠু খাল কাটার টাকা চুরি, মসজিদের টাকা চুরি, মসজিদের জমি ভোগদখল, পারিবারিক কবরস্থানকে গণ কবরে রুপদান, স্থানীয় মসজিদের মুসল্লি মৃত আব্দুল জব্বার ঘরামীকে কবর দিতে বাধাদান, লাশ তুলে ফেলার হুমকি, টিউবওয়েল প্রদানের নামে অর্থ আত্মসাৎ, বিমার নামে প্রায় অর্ধশতাধিক লোকের অর্থ আত্মসাৎ, মৃত ব্যক্তির স্বর্ণ চুরির অভিযোগ, সাহেব আলী ও মতলব ঘরামীকে না জানিয়ে তাদের নামে টাকা উত্তোলন সংক্রান্ত একাধিক দোষে অভিযুক্ত। কিন্তু এলাকাবাসী যখনই তার এ অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলেছেন তখনই তাকে হত্যার হুমকি প্রদান করেছেন অভিযুক্ত ব্যক্তি মিজানুর রহমান মিঠু।

গণমাধ্যম কর্মীরা এ ব্যাপারে মিঠুর বাড়িতে বক্তব্য নিতে গেলে তাকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানান, গ্রামবাসী মিজানুর রহমান মিঠুর বিরুদ্ধে যেসকল অভিযোগ করেছে তা সবই ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। এ অভিযোগের ব্যাপারে গনমাধ্যম কর্মীরা মিঠুকে কল করলে তিনি জানান, অত্র এলাকার হাতেগোনা কয়েকটি ফ্যামিলি আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার রেজিষ্ট্রিকৃত জমিকে নকল দলিলের ভিত্তিতে তাদের বলে দাবি করছে। সুতরাং আমি এ অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্ত।

মিজানুর রহমান মিঠুর এই সকল দুর্নীতিমূলক কর্মকান্ডকে কেন্দ্র করে এলাকার জনগণ তার উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গনমাধ্যম কর্মীদের বিবৃতি প্রদান করেছেন।

আরো পড়ুন

Tanvir-Arafat-SP-DC

বরিশালে সাংবাদিক পেটানো সেই ডিসি গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার (ডিসি) ‘তিন অপশন’ খ্যাত পুলিশ সুপার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *