আসাদুজ্জামান আরেফিন, রাজাপুরঃ
ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ এর সঞ্চালনায় ও রাজাপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধার সভাপতিত্বে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এমনকি তার দলের লোকজনকে মুক্তিযুদ্ধে পাওয়া যায়নি এবং শেখ হাসিনার ফাঁসি বাংলার মাটিতে কার্যকর করা হবে, পুরো দেশে মূর্তি নির্মান করে পূরো দেশ মন্দিরে পরিনত করেছে শেখ হাসিনা৷
এ সময় আরো বক্তব্য রাখেন-রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা’সহ উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।