শনিবার, এপ্রিল ১২, ২০২৫
Ustad_Zakir_Hussain
Ustad_Zakir_Hussain

যুক্তরাষ্ট্রেই সমাহিত হলেন ওস্তাদ জাকির হোসেন

বাংলাদেশ বাণী ডেস্ক ‍॥

প্রয়াত কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে যুক্তরাষ্ট্রেই সমাহিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর ফার্নউড কবরস্থানে তাঁকে সমাহিত করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই দাফন করা হয় জাকির হোসেনকে। শেষবিদায়েও তাঁর সঙ্গে থাকল সংগীত। শেষযাত্রায় ড্রাম বাজান তাঁর দীর্ঘদিনের বন্ধু, বাদ্যকর শিবমণি।

নিজের গুরু তথা বড় ভাই জাকির হোসেনের শেষযাত্রায় চোখে জল শিবমণির। এমন একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘জাকির হোসেন চলে গিয়েছেন কিন্তু তাঁর আশীর্বাদ বিশ্বের সব বাদ্যকরের সঙ্গে রয়েছে। জাকির হোসেনের উত্তরাধিকারকে তা ধরে রাখতে হবে।’

গত সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন। ফুসফুসের রোগ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন তিনি।

ভারতীয় ধ্রুপদি সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। কিংবদন্তি তবলাবাদক আল্লারাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বাই শহরে। তিন বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তাঁর হাতেখড়ি। ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট। সেই থেকে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। তিনি তাঁর বাদ্যশৈলীর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সংগীতজগৎকে খুব কাছাকাছি আনতে পেরেছেন।

আরো পড়ুন

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বর্ণাঢ্য আয়োজনে সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের ৫২ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *